২৩ জানুয়ারি, ২০২১ইং রোজঃ শনিবার বেলা ১১ ঘটিকায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মূল্যায়ন এবং উদযাপন উপলক্ষে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে৷
বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।
সভাপতির বক্তব্যে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, “যেকোন জাতির জন্যই স্বাধীনতার ৫০ বছরে পদার্পণ করা গৌরবের। নানা হতাশা আর অপ্রাপ্তি থাকা সত্ত্বেও আমরা আমাদের এই গৌরবান্বিত সুবর্ণ জয়ন্তীকে উদযাপন করতে চাই৷ দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে এনডিএম জনগণকে সাথে ৫০ বছরে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মূল্যায়ন করতে চায়।
আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে গণতন্ত্রকে একদলীয় শাসনের নাগপাশ থেকে মুক্ত করতে চাই। আমরা একটি দুর্নীতিমুক্ত এবং শক্ত নৈতিক মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই৷ আমরা ক্ষমতার কেন্দ্রে ভারসাম্য প্রতিষ্ঠা করে জবাবদিহিতামূলক সরকার প্রবর্তন করতে চাই৷
আওয়ামী লীগ সরকারের নিপীড়ন, জুলুম, আর মতপ্রকাশের স্বাধীনতার হরণের বিরুদ্ধে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলতে চাই৷ একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠাই হোক সুবর্ণ জয়ন্তীর অংগীকার।”
প্রেস বিজ্ঞপ্তিঃ