কালকিনিতে প্রতিপক্ষের ৬টি বসত ঘরে অগ্নীসংযোগ ও লুটপাটর ঘটনায় যুবলীগ নেতা, মেয়র প্রার্থী মোঃ শাহাদাত হুসাইন সরদার সহ ৩জন কে আটক করেছে কালকিনি থানা পুলিশ।
এলাকায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জেরে প্রতিশোধ নিতে। মাদারীপুর জেলাধীন কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়ন দক্ষিণ কানাইপুর গ্রামের বাবুল সরদার সহ অন্য ৬টি বসত ঘরে অগ্নীসংযোগ করা ও লুটপাটের অভিযোগে কালকিনি উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র প্রার্থী মোঃ শাহাদাত হুসাইন সরদার সহ ৩জন কে আটক করেছে কালকিনি থানা পুলিশ। আটককৃত ৩জন হলেন মোঃ শাহাদাত হুসেইন সরদার(৪২)নিজে ও তার দুুই ভাই সেলিম সরদার(৪৫) এবং আবু বকর সরদার(৪৭)। গত মঙ্গলবার দিবাগত রাতে কালকিনি পৌর এলাকার রামনগর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মাদারীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকালে দলবল নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয় এবং দুপুরে ১.৩০মিঃসময় ফের ৬টি বসত ঘরে অগ্নীসংযোগ করে। এ ঘটনায়২৪জনকে নাম উল্লেখ করে এবং ১৫০/২০০জনকে অজ্ঞাত রেখে কালকিনি থানায় মামলা দায়ের করে ভূক্তভোগী পরিবার।
এব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা বলেন ‘ খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায় এবং মামলার প্রেক্ষিতে ৩জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে ।’